শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদের সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে উপজেলা এ্যাডভোকেসি ফোরামের আয়োজনে উক্ত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়। উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে উক্ত ‘মিট দ্যা প্রেস’-এ মূল প্রবন্ধ পাঠ করেন এ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক রণজিৎ বর্মণ।
‘মিট দ্যা প্রেস’-এ আয়োজকদের পক্ষ থেকে উল্লেখ্য করা হয় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ন্যূনতম দায় সত্বেও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলোচ্ছ্বাসের ঝুঁকি বেড়েছে। লবণাক্ততা বৃদ্ধিসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে স্থানীয়দের মধ্যে এলাকা ত্যাগের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। মরু অঞ্চলে পরিণত হওয়ার পাশাপাশি গোটা উপকূলজুড়ে সুপেয় পানির সংকট দিনে দিনে প্রকট আকার ধারণ করছে।
এমতাবস্থায় উপকূলীয় এলাকার সামগ্রিক ও টেকসই উন্নয়ন নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় সংযোগ স্থাপনের জন্য দক্ষিণ-পশ্চিম উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের সহায়তায় অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় দক্ষিণ-পশ্চিম উপকূলের সমস্যা সমাধানে ১৪টি প্রস্তাবনা উন্থাপন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের এ্যাডভোকেসি কর্মকর্তা তমালিকা মল্লিক, জলবায়ু অধিবর্ষ ফোরামের সুফিয়া খাতুন, ইতিকা মন্ডল, লিডার্স কর্মকর্তা শম্পা বিশ্বাসসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
Leave a Reply