কদেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় পরিচালিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সহায়তার চেক প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। বুধবার (৩০ অক্টোবর) জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজকল্যাণ পরিষদ থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ৬ প্রতিষ্ঠানকে এ চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। অনুদানের চেক গ্রহণ করেন আইডিয়াল সংস্থার নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, দেবহাটা অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদ, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, নোঙর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের, দেবহাটা কিতৃনিয়া শিল্পী সংঘ পক্ষে রাজীব কুমার বিশ্বাস। এসময় প্রত্যেক প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.