মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ উত্তর কদমতলায় হরিনাম সেবাশ্রমে নানা বর্ণিল সাজে প্রতি বছরের ন্যায় এ বছরও ১১তম শ্রী শ্রী শ্যামা কালী পূজা উদযাপন করতে চলেছে। এবারের বিশেষ আকষন অপরাজিতা শামা কালী প্রতিমা দর্শনের আয়োজন করেছেন কর্তৃপক্ষ দ্বয় । শিশিরে পত্রে পুষ্পে ঝলমলিতে আগামী ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা রাতব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের এই সর্বপ্রথম সম্পূন্ন এ্যানিমেশন থিমে নির্মিত মঞ্চে জীবন্ত থিমের বিশেষ আকর্ষণ :১.জীবন্ত দেবী দুর্গার হস্তে মহিষাসুর বধের দৃশ্যপট, ২ দেবী চামুন্ডার হস্তে রক্তবীজের মস্তক ছেদন দৃশ্য।
জীবন্ত প্রতিমা দর্শনের আহ্বান জানিয়েছেন শ্যামা কালী পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার মন্ডল ও সাধারণ পরিমল সরদার( অনিমেশ)। মুন্সীগঞ্জ ইউনিয়নে উত্তর কদমতলা গ্যারেজ বাজারে সন্নিকটে হরিনাম সেবাশ্রম সনাতনী ধর্মীয় রিতি পালনে বারো মাসে তেরো পার্বণ এখানে পালিত হয়। এবছর উৎসবমুখর পরিবেশ শ্যামা কালী পূজা দীপাবলীর থিম পরিকল্পনায় ও প্রতিমা নির্মাণে অনুপম মন্ডল বলেন অন্যান্য বছরের তুলনায় এবছর একটি ভিন্ন দর্শনে প্রতিমা নির্মাণ করা হচ্ছে, সাথে সাথে একটি বিশেষ আকর্ষণের মাধ্যমে জীবন্ত কালী মায়ের দর্শনের মাধ্যমে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হচ্ছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.