আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, (মঙ্গবার) ২৯শে অক্টোবর সকাল ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা,চোরাচালান,সন্ত্রাশ ও নাশকতা, মানব পাচার,যৌতুক ও বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ সার্বিক নিরাপত্তায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভায় এই সময় উপস্থিত ছিলেন সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা থানার নবাগত তদন্ত ইনচার্জ নূর মোহাম্মদ, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম,দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন জাহান,পারুলিয়া ইউনিয়নের ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু,সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন,প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল, দেবহাটা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজ্জামান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের কার্যকরী সদস্য জিয়াউর রহমান,পরিকল্পনা সদস্য শেখ ইসরাইল আশেক মাগফুল,বিজিবির ক্যাম কমান্ডার এনামুল হোসেন ও আব্দুল লতিফ,উপজেলা আনসার ভিডি পি কর্মকর্তা আশালতা, মতবিনিময় সভায় দেবহাটা থানা অফিসার তদন্ত ইনচার্জ নূর মোহাম্মদ বলেন দেবহাটা থানার পুলিশ সব সময় জনগনের পাশে আছে।
Leave a Reply