হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে সুপার মাওলানা শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও সিনিঃ শিক্ষক মাওঃ মোহাম্মদ ফারুক হুসাইন এর পরিচালনায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ম্যানেজিং কমিটির সদস্য সাইদুল ইসলাম, ইশারাত হোসেন, আলমগীর হোসেন, মনিরুল ইসলাম, সালমা পারভীন, জয়নুল আবেদীন ও আফছার আলী। এসময়ে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওঃ আসাদুজ্জামান, সহকারী মৌলুভী জয়নাল আবেদীন প্রমুখ। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, সাতক্ষীরার কৃতি সন্তান এ্যাডঃ এম মনসুর আলীর প্রতিষ্ঠিত নারী শিক্ষার প্রতিষ্ঠান হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেণ। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। পরে তিনি ঘুর্ণিঝড় রিমেল এর আঘাতে ক্ষতিগ্রস্ত ইবতেদায়ী ভবন পরিদর্শন করেন।
Leave a Reply