কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার উত্তর বেদকাশি ইউনিয়নের দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা ও পর্যালোচনা এবং হালনাগাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে জেজেএসের ইআরসিসি প্রকল্প এই সভার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে ও ইউপি সচিব এম এম রানার পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য গনেশ মন্ডল, সিরাজুল ইসলাম, আঃ সবুর, রমেশ চন্দ্র সরকার, হরষিত মন্ডল, মোস্তাফিজুর রহমান, মিতা রানী মন্ডল, শাহনাজ পারভীন, ইরানী আক্তার খুকু, জেজেএসের কো-অর্ডিনেটর তরুন কান্তি বড়ুয়া, ফিল্ড ফ্যাসিলেটেটর মোশাররফ হোসেন, ফাতিমা খাতুন, সিপিপির সদস্য রেশমা আক্তার প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.