সংবাদ শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখা হতে ঋণ পাইয়ে দেয়ার নাম করে প্রতারণা ও অর্থ আত্নসাৎয়ের অভিযোগ সেলিম রেজার বিরুদ্ধে

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখা হতে ঋণ পাইয়ে দেয়ার নাম করে প্রতারণা ও অর্থ আত্নসাৎয়ের অভিযোগ সেলিম রেজার বিরুদ্ধে

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধি: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখার সত্ত্বাধিকারী পরিচয়ে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশাশুনির সেলিম রেজা নামের কথিত এক ব্যক্তির বিরুদ্ধে। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাগনা গ্রামের রুহুল আমীনের ছেলে।জানা যায়, সেলিম রেজা আল-আরাফাহ ইসলামি ব্যাংক কুলিয়া শাখার এজেন্ট ব্যাংকিংয়ের সত্ত্বাধিকারী পরিচয় দিয়ে সমাজের সহজ সরল, অভাবগ্রস্থ ও ব্যবসায় লোকসান হওয়া মানুষদেরকে টার্গেট করে তাদের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ঐ এজেন্ট শাখা থেকে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় হচ্ছে তার প্রতারণার প্রধান ফাঁদ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, সেলিম রেজা আমাকে ঋণ করিয়ে দেওয়ার জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখায় এক হাজার টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট করতে বলেন। একাউন্ট করার পর তিনি বলেন ১৫ দিন পর আপনার নামে একটা চেক আসবে যেটা আসার পরে আমরা ঋণ কার্যক্রম শুরু করবো। ১৫ দিন পর চেক আসলে সেলিম রেজা ভুক্তভোগীকে ফোন দিয়ে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখায় আসতে বলেন। সেলিম রেজার কথামত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখায় গেলে ঋণ নেয়ার জন্য ঋণের আবেদন ফরমে স্বাক্ষর করতে বলেন এবং নিজের ও নমনীর ছবি আর দুইটা ব্লাং চেকে স্বাক্ষর করে দিতে বলেন। ভুক্তভোগী সেলিম রেজার কথামত আবেদন ফরম ও দুইটি ব্লাং চেকে সাক্ষর করে সাথে নিজের ও নমিনির ছবি যুক্ত করে জমা দেন।প্রয়োজনীয় কাগজপত্র ও ব্লাং চেক নেওয়ার পর সেলিম রেজা ভুক্তভোগীকে বলেন, ঋণ নিতে গেলে আপনাকে সেই অনুযায়ী সঞ্চয় করতে হবে আপনি কত টাকার ঋণ নিবেন। ভুক্তভোগী বলেন আমি ৭০ হাজার টাকা লোন নিতে চাই। তখন সেলিম রেজা বলেন সত্তর হাজার টাকার ঋণ নিতে গেলে সাত হাজার টাকা সঞ্চয় করতে হবে। সেলিম রেজার কথামতো ভুক্তভোগী সাত হাজার টাকা সঞ্চয় জমা দেন। পরবর্তীতে সেলিম রেজা ভুক্তভোগী কে বলেন এক সপ্তাহ পরে আপনি ঋণ পেয়ে যাবেন। কিন্তু দুই মাস পার হয়েগেলেও এখনো পর্যন্ত ঋণের ব্যবস্থা করতে পারে নাই। প্রতারক সেলিম রেজার কাছে সঞ্চয়ের টাকা আর স্বাক্ষরিত চেক ফেরত চাহিলে বিভিন্ন তালবাহানা শুরু করে। স্বাক্ষরিত চেক ও সঞ্চয়ের টাকা ফেরত না দিলে আইনের আশ্রয় নিবো বললে উল্টো সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়া ও ব্যাংকে যত টাকা আছে তা উঠিয়ে নেওয়ার কথা বলে হুমকি ধামকি দিতে থাকে। এ বিষয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, আমার জানা মতে সেলিম রেজা আল আরাফাহ ইসলামী ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং শাখার কেউ না। সেলিম রেজা কিছুদিন আগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কুলিয়া এজেন্ট শাখার সত্ত্বাধিকারী হওয়ার জন্য আবেদন পত্র জমা দেন। তার পরপরই উপরোক্ত ঘটনা উল্লেখ করে মারুফ বিল্লাহ ভাই একটি আবেদনপত্র জমা দিয়েছেন আমরা তার দরখাস্ত আমাদের হেড অফিসে পাঠিয়েছি।আমরা খতিয়ে দেখবো সেলিম রেজার ঘটনার সাথে আমাদের ব্যাংক এজেন্ট ব্যাংক এর কেউ জড়িত আছে কিনা, যদি জড়িত থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। শুধু তাই নয় সেলিম রেজা যদি আল আরাফা ইসলামী ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং এর নামে করে কোনো ধরনের প্রতারণা করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। এবং সেলিম রেজার কুলিয়া শাখার এজেন্ট ব্যাংকিং এর সত্ত্বাধিকারীর আবেদন বাতিল করার জন্য হেড অফিস বরাবর সুপারিশ করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড