শ্যামনগর প্রতিনিধি ঃ
“হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপিতে মঙ্গলবার আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস পালিত হয়।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও ডাব্লিউডিডিএফের সহায়তায় সাদা ছড়ি দিবস উপলক্ষে র্যালী,আলোচনাসভা ও দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি প্রদান করা হয়।
ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার পরিচালক প্রতিবন্ধী অষ্টমী রানীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মনোরঞ্জন মিস্ত্রী, বারসিক কর্মকর্তা মারুফ হোসেন মিলন, ইউপি সচিব প্রমুখ।
বক্তারা বলেন সমাজের সকল স্তরের মানুষের প্রতি সহযোগীতার মনোভাব পোষণ করা ও দৃষ্টি প্রতিবন্ধী সহ সবধরনের প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা সহ পাশের থাকার কথা বলেন।
অনুষ্ঠানে এক জন দৃষ্টি প্রতিবন্ধী পুরুষকে সাদা ছড়ি প্রদান করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.