মুন্সিগঞ্জ ফুলতলায় বাউলিয়া বাড়িতে চন্দ্রকান্ত বাউলিয়া ও তার ভাই পশুপতি বাউলিয়া নেতৃত্বে তার বড় ছেলের ছেলে সদানন্দ বাউলিয়া তাদের যোগসূত্রে বাড়ির সীমানা ঘেঁষে পাকা ঘর নির্মাণ জন্য দেয়াল তৈরি করেছে।দৈনিক পত্রদূতের সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু চিকিৎসার জন্য দেশের বাইরে থাকার সুযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ঘর নির্মাণের জন্য পাকা ওয়াল তৈরি করার সুযোগ গ্রহণ করে। এ বিষয়ে পীযূষ বাউলিয়া পিন্টু বলেন দেশে যখন অস্থিতিশীল পরিস্থিতি ঠিক সেই সময়ে পাকা ঘর নির্মাণ করার পরিকল্পনা করে সীমানা ঘেঁষ দেয়ান তুলে দেয়। পরিবার কারো কাছে আর অভিযোগ করার সুযোগ পায়নি। সাংবাদিক পিন্টুর পরিবার থেকে অভিযোগ করা হলে অভিযোগের পরবর্তী সময় দেশে সরকার পতন ঘটে সেই সুযোগে স্থানীয় নেতার উসকানিতে এই পাকা ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানান।
দেশে ফিরলে তাকে হুমকি দেয় এবং জোরপূর্বক ঘর তোলার কথা বলে। উল্লেখ্য বিগত সরকারের আমলে সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধার নিকট বাদী হয়ে সাংবাদিক পিন্টুর কাকাতো ভাই রবিন বাউলিয়া বাদী হয়ে অভিযোগ করলে গায়ের জোরে সেই অভিযোগ তক্তা করে না, চেয়ারম্যান কে ভুল বুঝিয়ে জায়গার মালিক অন্যজনকে বলে তাড়িয়ে দেয় রবিন বাউলিয়া কে।বর্তমানে সীমানা ঘেঁষে ঘর নির্মাণের জন্য ওয়াল তুলে চাল তৈরি করার পায়তারা করে চলেছে।
বিগত সময়ে সন্ত্রাসী হামলা সহ পারিবারিক সংঘাত এর সাথে জড়িত এদের কর্মকান্ডে এলাকার মানুষ সহ স্থানীয়দের ঘৃণার গুঞ্জন সৃষ্টি হয়েছে। এলাকায় দুর্বৃত্ত পণা পরিবারের সাথে প্রতিটা মুহূর্ত বিবাদ তৈরি করে পাশাপাশি পরিবারের সাথে।উল্লেখ্য পশুপতি বাউলিয়ার ছোট ছেলে মৃণাল বাউলিয়া কে কৌশলে তার পিতা নিরক্ষর হওয়ায় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে এই চক্রান্তকারী চন্দ্র কান্ত বাউলিয়া। পশুপতির বড় ছেলে মৃত মনোরঞ্জন বাউলিয়া ছেলে সদানন্দ বাউলিয়ার নামে আড়াই বিঘা জমি লিখে দেয় এই দুর্বৃত্তরা চন্দ্রকান্ত।
মুন্সিগঞ্জ ফুলতলায় দুর্বৃত্ত পণা বাউলিয়া বাড়িতে পারিবারিক সংঘাত ও উস্কানি দিয়ে থাকে এরা, বর্তমানে সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টুর উপর হামলা হুমকি সহ এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ সৃষ্টি হয়েছে। একই পরিবারে বসবাসরত রবিন বাউলিয়া কে যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে ঘর নির্মাণ করেছে বিগত সময়ে। চন্দ্রকান্ত বাউলিয়া দীর্ঘদিন থেকে পারিবারিক সংঘাতমুখী দ্বন্দ্বের কারনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে। এমনকি আপন ভাই পো কে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এ বিষয়ে মৃণাল কান্তি বাউলিয়া বলেন আমার ৬ শত জায়গা আছে আমার নামে, সেটুকু পর্যন্ত নিয়ে নেবার পায়তারা করছে।
আমাকে প্রতিটা মুহূর্ত বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমার অপরাধ কি আমি জানিনা কিন্তু আমার বাবাকে ভূল বুঝিয়ে আমার সাথে শত্রুতা তৈরি করেছে আমার কাকা চন্দ্রকান্ত বাউলিয়া।
সরজমিনে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চলাচলের পথ জুড়ে পাকা ঘর নির্মাণ করা হয়েছে।
চন্দ্রকান্ত বাউলিয়া সাথে কথা বললে তিনি বলেন এই জায়গা জমি নিয়ে অনেকবার মাপা হয়েছে সবার কাছে ছক আছে আবারো মাপা হোক মেপে যেখানে পড়ে আমরা সেখান থেকেই ঘর তুলে নেব।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রাজ্জাক এর কাছে অভিযোগ করলেন তিনি বলেন পাকা ঘর নির্মাণের একটি নিয়ম আছে, সেই নিয়ম না মেনে ঘর নির্মাণ করছে এটি সম্পূর্ণ বেআইনি। আমরা চেষ্টা করব মানুষের যাতায়াত পথের ব্যবস্থা করা ও ঘরের পানি যাতে অন্যের জায়গাতে না পড়ে সেই ব্যবস্থা করব। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সাথে কথা বলে আমরা সমাধান করব।