নিজস্ব প্রতিবেদকঃ
উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগীতায় বিডফরসিজে প্রকল্পের আওতায়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোডেক প্রাতিষ্টানিক বনায়ন কার্যক্রম-এর আওতায় ০৩ অক্টোবর বৃহস্পতিবার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের (ফলজ, বনজ, ঔষধি ও অলংকার) সহ মোট ৭০টি চারা রোপণ ও সংরক্ষণ এর জন্য ঘেরা দেওয়া হয়। ঐসব গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপণ কালে শ্যামনগর উপজেলা কৃষি অফিসার জনাব নাজমুল হুদা,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ, কোডেক-বিডফরসিজে প্রকল্পকের প্রকল্প অফিসার রাসেল আমিন ও ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.