শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।
উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগীতায় বিডফরসিজে প্রকল্পের আওতায়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোডেক প্রাতিষ্টানিক বনায়ন কার্যক্রম-এর আওতায় বিভিন্ন ধরনের (ফলজ, বনজ, ঔষধি ও অলংকার) সহ মোট ৫০টি চারা রোপণ ও সংরক্ষণ এর জন্য ঘেরা দেওয়া হয়। ২৯শে সেপ্টেম্বর রোববার সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের ঐসব গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপণ কালে সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, সহকারী প্রধান শিক্ষক ইয়াসিনুর রহমান, কোডেক-বিডফরসিজে প্রকল্পকের প্রকল্প অফিসার রাসেল আমিন, প্রকল্প অফিসার নাসরিন সুলতানা, প্রকল্প অফিসার আব্দুল খালেক, ফিল্ড অফিসার নাসরিন সুলতানা সহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.