প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৯:০৬ এ.এম
কপোতক্ষ নদে নোঙ্গর খুঁজতে যেয়ে ডুবুরি মিজান নিখোঁজ হওয়ার ২ দিন পর উদ্ধার হলো
এম এ হালিম শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্পের কাজে ব্যবহারিত বালু পরিবহণের বলগেটের (পল্টন) নোঙ্গর নদীতে পড়ে গেলে, নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে মিজান নামের এক ডুবুরী নিখোঁজ হয়।
বহু খোঁজাখোজির পর বুধবার সকালে কপোতক্ষ নদীর পাড়ে গাবুরা গাগড়ামারির চরে মৃ*ত্যু অবস্থায় পাওয়া যায় মিজানের ম*রা দেহ বলে জানান পানি উন্নয়ন বোডের্র উপ - সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা।
নিখোঁজ ডুবুরি হলেন, খুলনার ৫ নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে মিজানুর রহমান সরদার (২২)। সে পেশায় একজন ডুবুরি ছিলেন।
ঘটনাটি ঘটে, সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে গাবুরার পার্শেমারি টেকেরহাট সংলগ্ন কপোতক্ষ নদে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫