সংবাদ শিরোনামঃ
গহীন সুন্দরবনে ২ মণ হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে
শ্যাননগরে পাগলা কুকুরের কামড়ে আটজন আহত

শ্যাননগরে পাগলা কুকুরের কামড়ে আটজন আহত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ আটজন আহত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারীব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা। আহতরা হলো কাশিমাড়ী গ্রামের মোনতাসির হোসেন (৭), গোবিন্দপুর গ্রামের সোহাগ বাবু (৭), মানপুর গ্রামের হোসাইন (১৪), কাছারি ব্রিজের আতিয়ার(৫৫), মাসুদ রানা(২৩), নওয়াবেঁকীর সুফিয়া(৫৫), রাশিদা (৬০)ও গোদাড়া গ্রামের দুলি হালদার(৬৫)।

আহতদের স্বজনরা জানায় এলাকার বাইরে থেকে আসা একটি পাগলা কুকুর সকালের দিকে মানপুর গ্রামে রাস্তার উপর দাড়িয়ে থাকা সোহাগকে কামড় দেয়। পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসার আগে পাগলা কুকুরটি তার মুখের এক পাশ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে দুপুর দুইটার দিকে গোদাড়া এলাকায় পৌছানোর আগে পর্যন্ত পথিমধ্যে একে একে অন্যদের মারাত্বকভাবে কামড়ে আহত করে। প্রতিটি ঘটনায় স্বজন কিংবা পথচারীরা এগিয়ে এসে পাগলা ঐ কুকুরের কবল থেকে আক্রান্তদের রক্ষা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন রাশেদা বেগম ও সোহাগের মুখসহ মাথায় ভয়ংকরভাবে কামড় দিয়েছে কুকুরটি। তাদের প্রত্যেকের ৪০/৪২টি পর্যন্ত সেলাইয়ের প্রয়োজন হয়েছে।
উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন পাগলা কুকুরের কামড়ে তার এলাকার তিনজন আহত হয়েছে। এখনই আটকাতে না পারলে আরও অনেক মানুষকে কামড়ানোর সুযোগ পাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড