নিজস্ব প্রতিনিধি,
পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে শ্যামনগর ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় অভিযান চালিয়ে শ্যামনগর ফিলিং স্টেশনকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। নাজমুল হাসান বলেন, শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার, প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এজন্য পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা জানান, পাম্পের মালিক বকুল নিজেকে সবসময় অত্যন্ত সৎ ব্যবসায়ী হিসেবে দাবি করে থাকেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.