প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৮:০৭ পি.এম
শ্যামনগরে একটি বসতবাড়ি থেকে ৪৫ টি কালকেউটে সাপ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরের একটি বসতবাড়ি থেকে ৪৫ টি কালকেউটে সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের বসতবাড়ী থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মহিউদ্দীনের বাড়ির সামনের প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করার সিদ্ধান্ত নেয়। এ জন্য রবিবার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্ছা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুরে একে একে দুটি বড় সাপ সহ মোট ৪৫ টি সাপ উদ্ধার করতে সক্ষম হন। তারা আরও জানান, সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী বলেন, আমাকে ইউপি সদস্য জানিয়েছে, সাপ দেখতে বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয় বন বিভাগের কাছে দেয়ার কথা বলেছি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫