বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। মনসাতলা মন্দির কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে শ্যামনগর পৌরসভার গোপালপুর মনসাতলায় এ পূজা অনুষ্ঠিত হয়। মনসা পূজা উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা বিভিন্ন এলাকা মানুষ পূজা দিতে আসে।
পুরোহিত জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ভাদ্রে সংক্রান্তিতে দেবীশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। মা মনসাকে শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা হিসেবে ভক্তরা তার কৃপা লাভের আশায় এখানে প্রার্থনা করতে আসেন। শত শত বছর ধরে এখানে এই মা মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
Leave a Reply