সাতক্ষীরা'র শ্যামনগর বেসরকারি এনজিও লিডার্স প্রধান কার্যালয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় লিডার্স লেন্স ম্যানেজমেন্ট সেন্টার হল রুমে লিডার্স কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সঞ্চালনায় নব-নির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব প্রভাষক সামিউল আযম ইমাম মনির, সাধারণ সম্পাদক এস,এম মোস্তফা কামাল,লিডার্স কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রেসক্লাবের সদস্য রনজিৎ বর্মন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল-হুদা মালী, উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জি,এম আব্দুল কাদের সহ,
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস,দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ,সদস্য উৎপল মন্ডল,অনাথ মন্ডল,সুলতান শাহাজান, আনন্দ টিভির ক্যামেরা ম্যান নুরুজ্জামান সহ লিডার্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।