সংবাদ শিরোনামঃ
গহীন সুন্দরবনে ২ মণ হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে
বুড়িগোয়ালিনীতে গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে 

বুড়িগোয়ালিনীতে গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে 

বুড়িগোয়ালিনী  (শ্যামনগর)  প্রতিনিধি:
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে।
 একটি গাছ লাগান, আগামী পৃথিবী গড়ুন এই প্রতিপাদ্যে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও কার্বন নিরসনের লক্ষ্যে বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ৫ টায় সিসিডিবি’র অর্থায়নে এবং অত্র ইউনিয়নের বনবিবিতলা সিসিআরসির বাস্তবায়নে ১ কিঃ মিঃ গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষ রোপনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত দিনের তুলনায় বর্তমান পৃথিবী অধিক উষ্ণায়নের দিকে ধাবিত হচ্ছে। আমাদের ধরিত্রী আমাদেরকে রক্ষা করার জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই। গাছ যেমন পরিবেশ কে শান্ত রাখে, ঠান্ডা রাখে ঠিক তেমনি মানুষসহ সকল প্রাণীকূলের অক্সিজেন সরবরাহ করে থাকে। আমাদের ইউনিয়ন পরিষদের তরফ থেকেও আমরা সমগ্র ইউনিয়নে বৃহৎ পরিসরে বৃক্ষ রোপন কার্যক্রম চলমান রেখেছি পাশাপাশি সকল এনজিও কে ধন্যবাদ জানাই বৃক্ষ রোপনের মতো এমন মহৎ এবং যুগোপযোগী উদ্যোগ গ্রহন করার জন্য।
বনবিবিতলা সিসিআরসি’র সভাপতি ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহাতাব উদ্দিন সরদার এর সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপন কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম রুস্তম আলী, বনবিবিতলা-পানখালী সমাজিক বনায়ন সুরক্ষা কমিটির সভাপতি ও বারসিক কর্মকর্তা মো. ফজলুল হক, সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, স্থানীয় কমিউনিটির হাফিজুর গাজী, ইজাজ আহমেদ, রব্বানী গাজী, আব্দুর রশিদ, আব্দুল জলিল সহ সিসিডিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড