প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ৮:৪৪ এ.এম
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সমন্নয়ে ও উত্তরনের বাস্তবায়নে৭১নং বিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট
শ্যামনগর উপজেলার ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠটি বহুদিন যাবত পানিবন্দী হইয়ে আছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেন না,পানি জমে থাকার কারণে।
বছরের ৮ মাস থাকে পানিবন্ধি, বারবার সরকারি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করলেও তাতে কোন লাভ হয়নি বলে জানান ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ইয়াসিনুল হক।
তিনি আরো জানান পরবর্তী সময়ে ২০২৪ সালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাদয়ের কাছে মাঠ ভরাটের জন্য আবেদন করলে আমাদেরকে আশ্বস্ত করেন মাঠটি ভরাট করে দিবেন।
তারি ধারাবাহিকতায় বেসরকারি সংস্থা উত্তেজনের বাস্তবায়নে ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সমন্বয়ে স্কুলের এ মাঠ ভরাট কাজ চলছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,বহু বছর ধরে দেখে আসতেছি বুড়িগোয়ালিনী৭১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ষা ও শুক্না মৌসুমে হাটু পানি জমে থাকে।স্কুল কর্তৃপক্ষ আমাকে জানালে আমি উত্তরণ সংস্থার সাথে কথা বলে এই মাঠে মাঠি ভরাট কার্যক্রম শুরু করি।
এই কাজ কতদিন চলবে, কত টাকা বাজেট জানতে চাইলে চেয়ারম্যান বলেন। এই কাজ চলবে ৩০ দিন৫৬ জন শ্রমিক দিয়ে ৪০০ টাকা করে পারিশ্রমিক পাবে দৈনিক।
বহুদিন পরে স্কুলের এই মাঠটিতে মাটি ভরাট করে দেওয়ায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্কুলের ছাত্র-ছাত্রী সহ স্থানীয়দের প্রশংসা জোয়ারে ভাসছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫