প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৪:১৮ পি.এম
হারানো বিজ্ঞপ্তি
বুড়িগোয়ালিনী এলাকার দু জন ছেলে বাড়িতে কিছু না জানিয়ে কুথায় চলে গিয়েছে,পরিবারের পক্ষ থেকে খুঁজে পাচ্ছেনা। দুইজন বুড়িগেয়ালিনী মাদ্রাসার ছাত্র
নাম: নাহিদ হাসান
গায়ের রং : উজ্জল শ্যামলা
বয়স: ১৩ বছর
পোশাক: হালকা হলুদ রঙের পাঞ্জাবি এবং মাথায় নীল টুপি।
নামঃ সাগর হোসেন,(১৪)পিতা ফারুক হোসেন।
গতকাল ৭সেপ্টেম্বর, শনিবার আনুমানিক রাত ৯টার দিকে বুড়িগোয়ালিনী হাফিজিয়া মাদ্রাসা থেকে বের হয়েছে। তারপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করা হয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
01916525917-01911451697
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫