বার্তা পরিবেশক : দাতা সংস্থা World Food Programme (WFP) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে আকস্মিক বন্যাকবলিত এলাকা কক্সবাজার জেলার রামু উপজেলায় ৪টি, জোয়ারিয়ানালা- ৫০০, কাউয়ারখোপ-৫০০, কচ্চোপিয়া-৫০০ এবং গর্জনীয়া ইউনিয়নে ৫০০ সর্বমোট ২০০০ (দুই হাজার) পরিবারের মাঝে World Food Programme এর জরুরী সহায়তার অংশ হিসেবে প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি হারে High Energy Buscuits বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এবং দাতা সংস্থার প্রতিনিধি কিউমিসি, হেড অব কক্সবাজার, সত্য রঞ্জন তরফদার, মোস্তাফিজুর রহমান এবং মাকসুদ আজম ও সুশীলনের প্রতিনিধিবৃন্দ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সুশীলন, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সমন্বয় রেখে বিতরণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
এই সহায়তা পেয়ে উপকারভোগীসহ স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বিশ্ব খাদ্য কমর্সূচী ও সুশীলনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.