ইমরান হোসেন, তালা ::
তালায় বাল্যবিবাহ আইনের যথাযথ প্রয়োগে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগের জন্য সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি ও অন্যান্য দায়িত্ব বাহকদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার’র সভাপতিত্বে ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক শিকদার প্রমুখ।
এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply