কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রায় বিরোধপুর্ণ দোকান ঘর দখল করার অভিযোগ উঠেছে। জানা গেছে, কয়রা সদরের দেউলিয়া বাজারের একটি দোকান ঘরের মালিকা নিয়ে এসএম আমিনুর রহমার ও আলমগীর হোসেনের মধ্যে দির্ঘদিন বিরোধ চলে আসছে। এব্যাপরে এসএম আমিনুর রহমানের অভিযোগ আমার নির্মিত দোকান ঘর ১ নং কয়রা গ্রামের সামছুর রহমানের ছেলে আলমগীর হোসেন কে গত ২০২০ সালের ১ আগস্ট প্রতিমাসে ১ হাজার টাকা ভাড়া চুক্তিতে ৪ বছরের জন্য ভাড়া প্রদান করি। ভাড়া দেওয়ার পর থেকে ভাড়াটিয়া আমাকে কোন ভাড়া দেয়নি। যার মেয়াদ ২০২৪ সালের ১ আগস্ট শেষ হয়ে যায়। এর পর তাকে ঘর ছেড়ে দিতে বললে তিনি ঘর ছাড়বেন না বলে জানালে গত ৭ আগস্ট উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে গোলযোগের সৃষ্টি হয়। এবং মারামারি শুরু হলে উভয় পক্ষের কয়েক জন আহত হয়। পরবর্তীতে ঘর মালিকের ছোট ভাই এসএম আনোয়ারুল ইসলাম বাদী হয়ে সামছুর রহমানকে প্রধান আসামী করে ১৮ জনের নামে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সিআর ৪০৮/২৪,তাং ৭/৮/২০২৪। অপরদিকে আলমগীর হোসেন বাদী হয়ে এসএম আমিনুর রহমানকে প্রধান আসামী করে ১৭ জনের নামে একই আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সিএর-৪১৪/২৪,তাং ৬-৮-২০২৪ । আদালত মামলা ২টি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছে। তাছাড়া এসএম আমিনুর রহমানসহ কয়েক জনকে আসামী করে আরও ২ টি মামলা দায়ের করা হয়েছে। যার নং সিআর-৪২১/২৪ ও সিআর-৪৩১/২৪। তাং ৬-৮-২০২৪। এব্যাপারে আলমগীর হোসেন বলেন,আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। দোকানে আমার কয়েক লক্ষ টাকার মালা-মাল রয়েছে, সে জন্য আমি আমার দোকানে প্রবেশ করেছি। এসএম আমিনুর রহমান বলেন, ঘটনা ঘটেছে ৭ আগস্ট আর আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ৬ আগস্ট বিষয়টি নিয়ে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে। গোলযোগের কারনে আদালতে মামলা চলমান থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিক রাখার স্বার্থে উভয় পক্ষকে নিয়ে থানায় বসাবসি হয় । আদালতে মামলা চলমান থাকায় মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন পক্ষ দোকান ঘরে প্রবেশ করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। অথচ সেই সিদ্ধান্ত না মেনে আলমগীর হোসেন দোকান ঘরের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে দখলে নিয়েছে। এ জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.