সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সীমান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার, সিগন্যালস্, অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর পরিকল্পনা, সঠিক দিক- নির্দেশনা এবং নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল ২৮ আগস্ট ২০২৪ তারিখ রাত আনুমানিক 9 টায় ৩৫ মিনিটে ক্রিস্টাল মেথ আইস ০১ কেজি, ভারতীয় ফেন্সিডিল ২৯ বোতল, ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় থ্রী পিচ (সিল্ক) ০৮ পিস, ভারতীয় শাড়ী (জরজেট) ০৬ পিস, ভারতীয় শাখা ১৩ জোড়া, ভারতীয় সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস আটক করতে সক্ষম হয়। যার মূল্য ৫,০১,০৭,৪৫০/- (পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার চারশত পঞ্চাশ) টাকা। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল শুল্ক অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্তে মাদক, অবৈধ চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্ত করেন।
Leave a Reply