সংবাদ শিরোনামঃ
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

শ্যামনগর প্রতিনিধিঃ

বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, ফেন্সিডিল, সিলডেনাফিল ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে।

২৮শে আগস্ট বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ক্রিস্টাল মেথ আইস ০১ কেজি, ফেন্সিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, থ্রী পিচ (সিল্ক) ০৮ পিস, শাড়ী (জরজেট) ০৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস উদ্ধার করা হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার নেতৃত্বে কালীগঞ্জ সীমান্তে অভিযান পরিচালিত হয়। এসময় বিজিবি উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়। যার বাজার মূল পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা।

১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ তালিকা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড