খুলনা শিল্পাঞ্চল সংবাদদাতাঃ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে শিরোমনি বাজারে বুধবার দুপুর ১টায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকার লিস্ট না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ হওয়া দ্রব্য দোকানে রাখার অপরাধে ৫টা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মোহাম্মদ সেলিম উপস্থিত সকল বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন সকল ব্যবসায়ীদেরকে নিজ নিজ কর্মস্থলে সকলের সম্মুখে মূল্য তালিকার লিস্ট ঝুলিয়ে রাখতে হবে। বর্তমানে দুর্যোগপূর্ণ সময়ে কোন অবস্থাতেই মালের দাম বৃদ্ধি করা যাবে না, বিশেষ করে শুকনো খাবার যেমন চিড়া, গুড়,মুড়ি ইত্যাদি। তিনি ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বলেন যদি কোনো ব্যবসায়ী তাদের মালামালের লিস্ট বা চার্ট না থাকে তাহলে সেই দোকানে কেহ কেনাবেচা করবেন না এবং যদি কোন ব্যবসায়ী মালের দাম অতিরিক্ত রাখে তাহলে আমাদেরকে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাধ্যমে অবহিত করবেন। এ সময় তার সাথে ছিলেন সহ-পরিচালক ওয়ালিদ বিন হাবিব, মোঃ সুমন ক্যাব, রাজু হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবী কুয়েট শিক্ষার্থী মোঃ তানিম হাসান, রাকিব রহমান, ফরাজী ফাইয়াজ হাসান, শাহরিয়ার রোশান, শাহজাদী মেজবা, জান্নাতুল মাওয়া মিম্মা সহ খানজাহান আলী থানা পুলিশ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.