প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৪, ৪:০৭ পি.এম
দেবহাটা সীমান্ত থেকে ৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক জব্দ করেছে নীলডুমুর ১৭বিজিবি
সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে লেঃ কর্নেল সানভীর হাসান মজুমদার ,সিগন্যাল অধিনায়ক নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবি এর পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা এবং নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল রাত আনুমানিক দশটায় পনেরো মিনিটে, পাঁচ বোতল ভারতীয়, এল এসডি ১০০ এমএল, এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে ,যার মূল্য ৫ কোটি ২০ লক্ষ বিশ হাজার টাকা।
এ সময় বিজিবি টল দলের উপস্থিত টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়।
জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান ব্যাটেলিয়ান অধিনায়ক ১৭ বিজিবি ।
এ সময়ে প্রতিবেদককে তিনি আরো জানান সীমান্তে মাদক চোরা চালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক ব্যাটালিয়ন নীলডুমুর ১৭বিজিবি আশ্বস্ত করেন।p
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫