হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ওই কলেজেরই উপাধ্যক্ষ মোহাম্মদ অলিউর রহমান। সম্প্রতি কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে কলেজের সকল শিক্ষক কর্মচারী ও বৈষম্য বিরোধী ছাত্র- ছাত্রীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন। এর ফলশ্রুতিতে কলেজ ক্যাম্পাসসহ সার্বিক পরিস্থিতি উত্তপ্ত বিরাজ করতে থাকে।
কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সার্বিক পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে বুধবার (২১ আগস্ট) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এর সাথে কলেজের সকল শিক্ষক কর্মচারীরা মতবিনিময় সভায় মিলিত হয়।
এক পর্যায়ে বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে কাঠুরিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব এর বিরুদ্ধে তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কলেজের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে এবং উদ্বুদ্ধ পরিস্থিতি শান্ত রাখার জন্য কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ অলিউর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে পালন করবেন বলে জানা গেছে। জানাগেছে ঘটনার আগে থেকেই অধ্যক্ষ আব্দুল ওহাব ছুটিতে ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.