সংবাদ শিরোনামঃ
বাগমারায় র‍্যাব-পুলিশের  যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার  রাজশাহী প্রেস ক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন আশাশুনিতে জামায়াতের (২য় পর্বের) মাসিক রোকনসম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সামিউল আজম মনিরের সাথে সাতক্ষীরা শহর ছাত্র দলের সৌজন্য সাক্ষাৎ  শ্যামনগরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় সভা কক্সবাজারে শীর্ষ ৮ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার কালিগঞ্জে উপজেলা কৃষকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে সীমান্তে হত্যা বন্ধ ও বিচারের দাবিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ শকুন মৃত প্রাণির মাংস খেয়ে বেঁচে থাকা একপ্রকার পাখি মুন্সীগঞ্জের কুলতলীতে বর্ষাকালীন তরমুজ প্লট পরিদর্শনে আগ্রহী চাষীরা
সমপ্রীতি বজায় রেখে বিএনপিকে তৃনমুল পর্যায়ে সু সংগঠিত করতে হবে —এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী 

সমপ্রীতি বজায় রেখে বিএনপিকে তৃনমুল পর্যায়ে সু সংগঠিত করতে হবে —এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী 

হাফিজুর রহমান শিমুল কালীগঞ্জ থেকে।

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আবু মুসা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ত্যাগী নেতা ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী ডাঃ মিলন কুমার ঘোষ, হিন্দু, বৈদ্য, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সেক্রেটারী অসিত কুমার সেন, সহ সভাপতি রনজিৎ সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শোকর আলী প্রমুখ। সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় এসময়ে সমপ্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমপ্রীতি সমাবেশে বক্তব্যকালে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী বলেন শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সমপ্রীতি বজায় রেখে দলকে সু সংগঠিত করতে হবে। তৃনমুল পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে শক্ত হাতে মোকাবেলা করতে চাই। তবে সহিংসতা আর বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। বিএনপি শান্তি ও ঐক্যের কথা বলে, বিএনপি দেশ এবং দশের কল্যাণে কথা বলে। তাই আসুন বিভেদ আর রেষারেষি দুরি ভূত করে দলকে গোছাই। এ অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের পদভারে মুখরিত হয়ে উঠে উপজেলা পরিষদের অডিটোরিয়ামসহ উপজেলা ক্যাম্পাস। পরে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে শান্তির‍্যালী সহকারে প্রদক্ষিণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড