নিজস্ব সংবাদদাতা,শরনখোলা,বাগেরহাটঃ
বাগেরহাটের শরনখোলায় সন্ত্রাসীদের হামলায় নাজমুল শেখ নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন । তাকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল যশোর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক রানার পত্রিকার শরণখোলা প্রতিনিধি হিসেবে দায়ীত্ব পালন করছেন।
আহত সাংবাদিক নাজমুল শেখ জানান, পেশাগত দায়ীত্ব পালন করে সোমবার সন্ধ্যায় তাফালবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আজীজ পিয়নের ছেলে আলাউদ্দীনের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী তার উপড় হামলা চালায়। গুরতর আহত অবস্থায় তাকে স্বজনরা শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। পূর্ব শত্রুতার জ্বের ধরে হামলা করা হয়েছে বলে ধারনা করেন তিনি।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, আহত সাংবাদিকের ডানহাতে,কানে ও বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.