সংবাদ শিরোনামঃ
শেষ মুহুর্তেও কতর্ব্য নিষ্ঠার পরিচয় ইউএনও’র রাতের আধাঁরে বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে ১২শ বিঘার চিংড়িঘের দখল কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে জেল কালিগঞ্জে ২’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রত্যাশা ফাউন্ডেশন শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে শিক্ষক আয়ুব আলী’র উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে শ্যামনগরে শিক্ষক সমিতির মানববন্ধন শ্যামনগরে বারসিক’র দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও  দুর্যোগ স্বেচ্ছাসেবকদের ত্রৈমাসিক সভা ১২ নভেম্বর উপকূল দিবস” কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন চোরাই পথে নারীকে ভারতে পাঠানোর নামে গ*নধ*র্ষণের অভিযোগ
কালিগঞ্জের নির্মানাধীন বন্ধ রাস্তার কাজ এমপি দোলনের হস্তক্ষেপে শুরু

কালিগঞ্জের নির্মানাধীন বন্ধ রাস্তার কাজ এমপি দোলনের হস্তক্ষেপে শুরু

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের মধ্যবর্তী নির্মানাধীন রাস্তার কাজ বন্ধ থাকায় কয়েক হাজার মানুষ চলাচলের অসুবিধা হওয়ায় সাধারণ মানুষের দাবির কারনে সরজমিন পরিদর্শন করেন এসএম আতাউল হক দোলন এমপি।

বিবাদমান দুই পক্ষ লোকজনকে নিয়ে কথা বলে সমস্যার সমাধান করেন তিনি। তাৎক্ষণিকভাবে এই মহতী উদ্যোগে এলাকাবাসীর পক্ষে থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয় হারুনা রশিদ বলেন আমরা কয়েক মাস ধরে বর্ষা কাঁদার ভিতর দিয়ে রাস্তায় যাওয়া আসা করতে চরম বিড়ম্বনায় পড়তে হয়, মাননীয় সংসদ সদস্য এই বর্ষা কাদার ভিতরে নিজে এসে কাদা মগ্ন পায় ঘটনাস্থল ঘুরে যে সমাধান করে দিলেন এজন্য আমরা তার কাছে চির কৃতজ্ঞ। আমেনা বেগম বলেন, আমার ৫০ বছর বয়সে এই রাস্তা দিয়ে কোনদিন এমপি আসতে দেখিনি এই কয়েক দিনের বর্ষায় আমরা এলাকার মানুষ হাটতে পারছি না সেই রাস্তা দিয়ে এমপি দোলন সাহেব কাঁদা মেখে যেভাবে এসেছে আমরা অনেক খুশি, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে আরো অনেক বড়ো করুক। কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ও বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যবর্তী নির্মানাধীন LGED IRIDP3 প্রকল্পের আওতায় কাজ চলমান, লাইলির বাড়ি থেকে আজিজ ঢালির বাড়ি পযর্ন্ত। রাস্তার কাজ সীমানা নির্ধারণ, জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকায় সরজমিনে পরিদর্শন করেছেন সাতক্ষীরা-০৪, শ্যামনগর (কালিগঞ্জ আংশিক) জাতীয় সংসদ সদস্য ও সদস্য, পরিবেশ, বন ও জলবায়ী পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্তিক সংসদসীয় স্থায়ী কমিটি, এস এম আতাউল হক দোলন। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪ টায় সরজমিন পরিদর্শন করেন তিনি।

এমপি আতাউল হক দোলন প্রতিবেদককে জানান, দীর্ঘদিন যাবৎ বন্ধ এই রাস্তার কাজ, এলাকার মানুষ এখান থেকে আমার বাড়ি পর্যন্ত গিয়েছে, তাদের এই যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে কত কষ্ট করে তাদের চলাফেরা করতে হচ্ছে, প্রকল্পের মেয়াদ প্রায় শেষ আমি দুই পক্ষের লোকজনের সাথে কথা বলেছি এবং দ্রুত কাজ শুরু হবে আসলে কি সাধারণ মানুষের ভোগান্তি দ্রুতই কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার কাজী ফয়সাল বারি পূর্ণ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মণ্ডল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড