হাফিজুর রহমান শিমুলঃ
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় সিনিঃ উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য খামারী ও উপজেলার বিভিন্ন সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার পরিচালনায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছ চাষে সফলতা পেতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক ও ঈমন প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.