প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৪, ৬:৪৫ পি.এম
শ্যামনগর গাবুরা শেখবাড়ী সংলগ্ন পানি শৌধনাগার প্লান এর উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান
সাতক্ষীরা,শ্যামনগর উপকূলের দ্বীপ ইউনিয়ন গাবুরা শেখ বাড়ি জামে মসজিদ সংলগ্ন পানি শৌধনাগার প্লান এর উদ্বোধন করলেন(২৯ জুলাই)সোমবার সকাল ১০ টায় বে- সরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এর অর্থায়নে। গাবুরা দ্বীপ এলাকায় খাওয়ার পানি সংকট নিরশনে ১৫লাখ টাকা ব্যায়ে পানি শৌধনাগার প্লান তৈরী করার উদ্যোগ নেন ফ্রেন্ডশিপ।
এসময় প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছিদুল আলম, সাংবাদিক আব্দুল হাকিম, উপকূলীয় প্রেসক্লাবের সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুদা মালী, ইউ,পি সদস্য মনজু গাজী, মহিলা সদস্যা ফরিদা বেগম, ফ্রেন্ডশিপ সংস্থার আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াত হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার মইদুল ইসলাম সহ স্থানীয় জন সাধারণ।
পানি শৌধনাগার উদ্বোধন করাকালে প্রধান অতিথি বলেন গাবুরা হরিষখালী শেখবাড়ি এলাকার ৬শ পরিবারের খাওয়ার পানির সমস্যা সমাধান হবে এখান থেকে। তিনি আরো বলেন সরকারের পাশাপাশি বে- সরকারি প্রতিষ্ঠান গুলো এভাবেই এলাকার উন্নয়নে এগিয়ে আসলে মানুষের কষ্ট লাঘব হবে।
প্রধান উদ্বোধক ফ্রেন্ডশিপ সংস্থা পরিচালকের আহবান করে বলেন উপকূলীয় এলাকায় যে স্থানে খাওয়ার পানির সমস্যা আছে সে সমস্ত স্থানে পানি শৌধনাগার বসানো যায় কি সে বিষয়ে দেখবেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫