সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, তার নিজের জন্য চাওয়া-পাওয়ার কিছু নেই। তার লক্ষ্য সাতক্ষীরা সদরের উন্নয়ন করা। তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর গত ৭ মাসে সরকার আমার এলাকার উন্নয়নে যে বরাদ্দ গুলো দিয়েছে সেগুলো সঠিকভাবেই বন্টন করা হয়েছে। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আপনাদেরকে ধৈর্যধারণ করে আমাকে সহযোগিতা করতে হবে। সকল প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ এরশাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু'র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম পিটুল, ইমামুল হোসেন দাদু, জাপানেতা নুর মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসনে খান বাপ্পী, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ সাদেক হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য ইসমাইল হোসেন, লাবসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, মহিলা মেম্বার ফেরদৌসী মিষ্টি, মিতু, আলী হোসেন, বিশ্বনাথ মন্ডল, কামারুন্নেছা, কাজী মনির, ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতিয়ার রহমান, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির মেম্বার, আগরদাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শাহজাহান আলী ছোট বাবু, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাবু, ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুল মোমিন গাজী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.