গণ অভিযোগ ডেস্কঃ কক্সবাজারের কুতুবদিয়ায় Cox’s Bazar Resilience Programme Activity-6 Anticipatory actions And Capacity Strengthening For DMC At Cox's Bazar প্রকল্পের Inception Meeting অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টায় কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাদাত হোসেন (ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার) এর সভাপতিত্বে, দাতা সংস্থা World Food Programme (WFP) এর সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শেখ রাসেল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম সহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি প্রতিনিধি, উপজেলা সিপিপি প্রতিনিধি, অধ্যক্ষ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ, সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, চেয়ারম্যান উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, লেমসিখালী, কৈয়েরবিল, বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ ও এনজিও প্রতিনিধি।
সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সুশীলনের ট্রেইনিং স্পেশালিষ্ট আমিন উদ্দিন, একাউন্টেন্ট পলাশ কুমার, উপজেলা প্রজেক্ট অফিসার ঝন্টু লাল পাল, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর চিত্তরঞ্জন সরদার, তারিকুল ইসলাম রুবেল, মনিরুল ইসলাম বাবু, এখলাছুর রহমান , আবু ইছহাক ও আমিনুর রহমান প্রমুখ। সভায় বিশ্ব খাদ্য কর্মসূচি'র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ১৯৭৪ সাল থেকে এ পর্যন্ত তাদের কার্যক্রম তুলে ধরেন, এছাড়াও এই অঞ্চলের দুর্যোগ বিশেষ করে ১৯৯১ সালের দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে চলতি প্রকল্পে সকলকে সহযোগিতা করার আহবান জানান। উক্ত সভায় সুশীলনের ট্রেইনিং স্পেশালিষ্ট আমিন উদ্দিন প্রজেক্টরের মাধ্যমে চলমান প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ বিষয়ে সচেতনতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও সুশীলনের সহযোগিতায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটি এবং সিপিপি'র ইউনিট গুলোকে আরো বেশি সক্রিয় করার পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.