ছবিতে যে ব্যক্তি কে দেখছেন উনি সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে বাসে উঠেছিলেন খুলনা যাওয়ার উদ্দেশ্যে। চুকনগর পার হওয়ার পর ওনার পাশে এসে একজন অপরিচিত লোক বসে। খুব অল্প সময়ের মধ্যে পাশে এসে বসা ব্যক্তি তাকে অজ্ঞান করে সিট থেকে উঠে চলে যায়।
উনার কাছে থাকা বাটন ফোন থেকে নিকট আত্নীয়দের ফোন করে খোঁজ লাগানো হয়েছে। অচতন ব্যক্তির বাড়ি মুন্সীগঞ্জ, শ্যামনগর। ঐ ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা বা কোনো গুরুত্বপূর্ণ কাগজ পত্র অজ্ঞাত ব্যক্তি নিয়ে গেছে কিনা তা এখনো অবধি অজানা। কারণ উক্ত ব্যক্তি এখনো অজ্ঞান অবস্থাতেই আছেন।
এই অজ্ঞান পার্টির দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। তাই লোকাস যানবাহনে চলাকালীন সর্বোচ্চ সতর্ক থাকি, নিজেকে নিরাপদ রাখি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.