কালিগঞ্জ প্রতিনিধিঃ
রেডিও নলতা'র ১৩তম জন্মদিন পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল থেকেই সন্ধ্যা অবধি রেডিও নলতা স্টেশনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়। বিকাল ৫টায় কেককাটা ও আলোচনা সভা স্টেশন ম্যানেজার প্রভাষক সেলিম শাহারিয়ার এর সভাপতিত্বে ও সিনিঃ সাংবাদিক কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নলতা হাসপাতাল কমিউনিটি হেল্প ফাউন্ডেশন এর নলতা হাসপাতালের সুপারেনটেনডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপ্পি, বিশেষ অতিথি ছিলেন নলতা হাসপাতালের প্রস্থেটিক ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সিনিঃ সাংবাদিক ইশারাত আলী, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, রেডিও নলতার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মামুন হোসেন, টেকনিক্যাল ইনচার্জ মোঃ সাব্বির হোসেন, প্রোগ্রাম প্রডিউসার প্রতিমা রানী, হেড অফ দা নিউজ রাশিদা আক্তার, হিসাব রক্ষক আখতারুজ্জামান মিলন, উদীচী উপজেলা সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী কবি আলি সোহরাব প্রমূখ। উল্লেখ্য যে, ২০১১ সালের ১৩ই জুলাই সাতক্ষীরা জেলার একমাত্র কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম এর প্রতিষ্ঠা করেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক। সেই থেকে রেডিও নলতা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া জনিত পূর্বাভাস, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা বিনোদন উন্নয়নমূলক কার্যক্রম তথা এতটা অঞ্চলের মানুষের একমাত্র কন্ঠহীনের কণ্ঠস্বর সকলের কথা বলে সকল শ্রোতাদের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.