আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের, পারুলিয়া এস এস মধ্যমিক বিদ্যালয়ে ১২ই জুলাই রোজ শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় আমাদের টিম এর স্থানীয় পর্যায়ে কমিউনিটি লিডার তৈরির লক্ষে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় আমাদের টিমের সভাপতি এইচ এম মনির হাসানের সভাপতিত্বে ও আমাদের টিম এর সধারন সম্পাদক রিফাত হোসেন সঞ্চালনায়,প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমাদের টিম এর নির্বাহী প্রধান মো:শেখ মনিরুল ইসলাম( মনি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবাব আলী, অসিম কুমার ঘোষ, মহিলা ইউপি সদস্য হাসিনা খাতুন, উপ-পরিচালক দিলিপ দাস নীল, উপ-পরিচালক মারুফ বিল্লাহ, সহকারী পরিচালক মো:আল আমিন হোসেন,সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সহ-সম্পাদক মো:শেখ:মোস্তাকিম বিল্লাহ্, পারুলিয়া ইউনিয়নের সকল সদস্য বৃন্দু। সভা শেষে পারুলিয়া ইউনিয়নে ৯ সদস্য বিশিষ্ট কমিউনিটি লিডার তৈরির হয়। লিডারগন হলেন, রফিকুল ইসলাম, অভিজিৎ ঘোষ সাথী পারভীন, ফাহমিদা সুলতানা, সুমাইয়া পারভীন আল আমিন হোসেন,সালমান ফারসী, প্রিয়া আক্তার, আতিকুর রহমান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.