দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ যোগদান করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ ৩৮ তম বিসিএস এর কর্মকর্তা। তিনি এর আগে খুলনা বিভাগী কমিশনারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্টে হিসাবে দায়িত্ব পালন করেন। গত ১০ জুলাই খুলনা বিভাগী কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এসএম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজকে পদায়ন করা হয়। এদিকে, যোগদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান নবগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.