প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ১২:৩৪ এ.এম
আজ রাতে ৭শ কেজি ইলিশ মাছ ভারতে পাচার হতে যাচ্ছে বলে তথ্য মেলেছে
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার কৈখালী বডার হতে ভারতে পাচার হতে যাচ্ছে বাংলাদেশের রূপসী ইলিশ মাছ।অভিযোগ স্থানীয়দের। গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় আজ রাত ১/২টার সময় এ মাছ পাচার হতে যাচ্ছে সকল প্রশাসন কে ম্যানেজ করে এসব পাচার কাজ চলছে সীমান্ত দিয়ে। বিভিন্ন প্রশাসনের সাথে এবিষয়ে কথা বলে ও বন্ধ হচ্ছে না এসব অবৈধ মালামাল পাচার অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক ভেটখালী এলাকার কতিপয় মানুষ এসমস্ত অবৈধ কাজের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।
তবে ভারতে পাচার করার ইলিশ মাছ খুলনা থেকে নিয়ে আসতেছে বলে জানান কৈখালীর এক ব্যাক্তি।তবে এ মাছ পাচার করতে ইতিমধ্যে পাচারকারীদের ট্রলার সুন্দরবনের মধ্যে পৌঁছেগিয়েছে এমন তথ্য পাওয়াগিয়েছে।
তবে স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ইলিশ মাছের চালান কোন ভাবেই ভারতে পাচার না হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫