মোঃ আল আমিন (রানা)কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে কপোতাক্ষ নদে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান এই অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপকূলীয় বার্তা পড়ুন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান বলেন,সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করে আসছিলো।বিষয়টি জানতে পেরে পৃথক অভিযানের মাধ্যমে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান কয়রা উপজেলায় যোগদানের পর হতে অবৈধ বালু উত্তোলন শূন্যের কোটায়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.