প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৪, ৭:৪১ পি.এম
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান।
বুড়িগোয়ালিনী(শ্যামনগর)প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামত করতে নগদ আর্থিক সহযোগিতা করে পাশে দাড়ালেন কানাডা ইউনিভার্সিটি অফ ম্যোনিটোবা এর ছাত্র রুখসাড় আহমেদ (ভাবনা)।
এদের পক্ষ থেকে(০৩ জুলাই) বুধবার বিকেলে বুড়িগোয়ালিনী নীলডুমুর এলাকার বাবর আলী (বাবু গাজী)কে অর্থ প্রদান করেন।
রিমালের আঘাতে বাবু গাজীর নিজ বসত ঘরের কিছু অংশ ভেঙে যাওয়ায়,
এখবর দৈনিক পত্রদূত পত্রিকায় ও উপকূলীয় বার্তা নিউজ পোটালে নিউজ হলে, নজরে আশে কানাডা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের। পরবর্তী সময়ে শ্যামনগর সিএন আর এস. এর প্রকল্প অফিসে যোগাযোগ করে, দৈনিক পত্রদূত পত্রিকার উপকূলীয় অঞ্চল প্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ অর্থ উঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সিএন আর এস,এর শ্যামনগর উপজেলা প্রকল্প ম্যানেজার শহিদুল ইসলাম।
এ অর্থ হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার অর্থদাতা ও দৈনিক পত্রদূত পত্রিকার প্রশংসা করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫