প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৪, ১০:১১ পি.এম
বুড়িগোয়ালিনী বাজার সহ এলাকার বিভিন্ন স্থানে চলছে তাসের জুয়া,বন্ধের দাবি স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদকঃ
শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে চলছে তাসের জুয়া সহ মোবাইলে অনলাইন জুয়া খেলা।
বুড়িগোয়ালিনী নীলডুমুর এলাকার নাম প্রকাশে অনউচ্ছুক এক যুবকের স্ত্রী সংসার ছেড়ে বাবার বাড়িতে চলেগিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার সরজমিনে যেয়ে দেখাযায় নীলডুমুর এলাকার বিভিন্ন বাজারের চায়ের দোকান সহ বেশ কিছু স্থানে তাসের জুয়াও মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া খেলছেন স্থানীয় যুবক রা।
স্থানীয় সুধী সমাজের মাধ্যমে জানা যায় উঠতি বয়সী যুবকেরা যেভাবে জুয়া খেলায় মেতেছে একসময় দেখা যাবে এলাকার যুবকরা সবাই আসক্ত হয়ে পড়বে। তবে স্থানীরা অভিযোগ করে বলেন এ জুয়া এখনি বন্ধ করা না হলে সভ্য সমাজ ধ্বংস হয়ে যাবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫