প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ২:৫৮ পি.এম
দ্বীপ ইউনিয়ন গাবুরায় ১যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালী ( ৯ নংসোরা গ্রামের) আলহাজ্ব মুনসুর আলী মালীর ছোট পুত্র আবু হাসান মালী (২৯) গত ২৮ জুন রাত্রে নিজ ঘেরের বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এমনটি জানিয়েছে স্থানীয়রা।
শনিবার সকাল ৭টায় মৃত আবু হাসানের মৎস্য ঘরের পাশের ঘের মালিক দাউদ গাজীর ছেলে আব্দুল জলিল প্রথমে হাসানের লাশ দেখে খবর দেন হুদা মালী কে।খবর পেয়ে হুদা মালী ছুটে যেয়ে দেখেন রশিতে ঝুলছে তার ছোট ভাই।
সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার গাবুরা প্রতিনিধি ও সাতক্ষীরা'র উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালীর ছোট ভাই সে।
এ বিষয়ে সাংবাদিক আল হুদা মালী জানান, প্রতিদিনের মত তার ভাই মাছের ঘেরে যান।
আজ(শনিবার) ভোরে তিনি সংবাদ পান ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫