মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এমদাদুল হক স্বাক্ষরিত বৃহস্পতিবার (২৭ জুন) এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ তথ্য জানায় মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ জুলাই পর্যন্ত নির্বাচনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন।
রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বাছাই করবেন ৫ জুলাই। আর ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
Leave a Reply