কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন-২৪) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কার্য নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক ও প্রভাষক সেলিম শাহারিয়ার প্রমুখ। বাদলদিনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ নির্মানসহ সংস্কারের জন্য একটি প্রকল্প কমিটি গঠন, সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন মহোদয় দু’লক্ষ টাকা অনুদান দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা, জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধরণ সম্পাদক সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়ার অভিনন্দন জানানো হয়। সভায় সকলের সম্মতিক্রমে প্রেসক্লাবের সাংগঠনিক বিষয় ও অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply