প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৬:১০ পি.এম
বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও হাম,নাতের মাধ্যমে
অনুষ্ঠিত হয়েছে বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসা হল রুমে (২৪ জুন ২০২৪) তারিখ সোমবার বিকেলে।
বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসা টি ৩৮বছর পরিচালিত হয়ে আসছে শুনামের সাথে।
এ মাদ্রাসা টিতে ১০৫ জন ছাত্র কোরআন শিক্ষা করে থাকেন বলে জানান মাদ্রাসার পরিচালক।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মাস্টার মজিবর রহমান, দেদারুল আলম, হাফেজ মোহাম্মদ আলী, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ জয়নাল আবেদিন প্রমুখ।
প্রতিষ্টা বার্ষিক পালন অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদ ও বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসা কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ফরেষ্ট জামে মসজিদের পেশ ইমাম ও বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ রেজাউল করিম।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫