অনলাইন ডেস্কঃ
গ্রীষ্মকাল আসতেই বেড়ে যায় গরমের প্রকোপ। তীব্র গরমে নাজেহাল হয়ে যায় জনজীবন। আর গরমের সময়ে বেড়ে যায় সাপের উপদ্রব। দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয় হয়ে ওঠে। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে গরমে সাপের উপদ্রব বেড়ে যাওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়। সাপ নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্নেক রেসকিউ টিম বাংলাদেশ। তারা বলছে, দেশে বর্তমানে সাপের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। এ সময়ে মানুষকে সতর্ক থাকার কথাও বলছে সংগঠনটি।
সংগঠনটির সহ-সভাপতি মো. জোবাইদুর রহমান বলেন, তারা বেশ কয়েকবছর যাবত সাপে কাটা নিয়ে সচেতনতা তৈরি এবং সাপ উদ্ধারে কাজ করছেন। গত বছরের তুলনায় এবার সাপে কাটার প্রবণতাও বেশি দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক অধ্যাপক মনিরুল খান বলেন, সাপ ঠান্ডা রক্তের প্রাণী। গ্রীষ্মকালে সাপ বেশি সক্রিয় থাকে এবং শীতকালে কম সক্রিয় থাকে।আমাদের দেশের কথা চিন্তা করলে ডিসেম্বর-জানুয়ারি মাসের কয়েক সপ্তাহ বাদ দিলে, সাপ সাধারণত পুরো বছর সক্রিয় থাকে।
ধুমপান বদ অভ্যাস আসুন ধূমপান ত্যাগ করি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.