মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর পানি ৪:৩০ মিনিটে চাঁদনীঘাট পয়েন্টে ৩৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল জানান।
বিপদ সীমার উপর দিয়ে ৩৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হলেও এখনো কোথাও বাঁধ ভাঙ্গেনি। এদিকে গতকাল রাতে ধলাই নদীর মারাত্মক ভাবে পানি বিপদ সীমার ৩৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কয়েকটি স্থানে বাঁধ ভেঙ্গে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘর বাড়িতে পানি উঠে যাওয়ায় মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে । বর্তমানে ধলাই নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে।
গতকাল ভারতের ত্রিপুরা রাজ্যে ১৩৫ মি.মি. বৃষ্টি হওয়ায় উজান থেকে পানি নেমে আসায় ও বৃষ্টির পানি সব মিলিয়ে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে বন্যার পানি গ্রাম গুলো প্লাবিত হয়েছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল। বর্তমানে ত্রিপুরা রাজ্যের হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে।
এছাড়া কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপদ সীমার ১৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধলাই ও মনুর পানি কুশিয়ারায় নামতে পারছে না। যার কারনে পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানান মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল।
ইতিমধ্যে, সদর উপজেলার শান্তিবাগ, চাঁদনীঘাট, জুগিডর, সৈয়ারপুর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম ও পৌর মেয়র ফজলুর রহমান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.