প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৪, ৮:৩২ পি.এম
শ্রী শ্রী রতিকান্ত প্রভুপাদের ৩য় বাৎসরিক বিরহ মহোৎসব
প্রভুপাদ শ্রীল রতিকান্ত গুরু মহাজের তিরোভাব তিথি উপলক্ষ্যে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ, মহা মহোউৎস ও বিশেষ ভাগবদ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সাধুপাড়া গ্রামে শ্রী শ্রী রতিকান্ত দেব গুরু আশ্রমে ১৪ ই জুন শুক্রবার শুভ অধিবাস, ১৫ ই জুন শনিবার পূর্ণনাম ও ১৬ ই জুন রবিবার মহা মহোউৎসব ও ভাগবদ আলোচনা অনুষ্ঠিত হয়। ভাগবদ কথা পরিবেশন করবেন বৈষ্ণব জগতের নক্ষত্র, পরম ভাগবদ আলোচক, সাহসিকতার প্রতিমর্তি বৈষ্ণব আচার্য শ্রী শ্রী গোপিনাথ দাস ব্রহ্মচারি।
মহা মহোউৎসব ও ভাগবদ আলোচনা অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসিম কুমার মৃধা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মনদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) সহ শ্রী শ্রী রতিকান্ত গুরু দেব এর হাজার হাজার ভক্ত বৃন্দ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫